আইজিপি কাপ ২০২১ জাতীয় যুব কাবাডি (বালিক ও বালিকা) অনূর্ধ্ব-১৯ এর উদ্বোধনী অনুষ্ঠান শনিবার সকালে অনুষ্ঠিত হয়েছে। জেলা শহরের ঐতিহাসিক রাজবাড়ি মাঠে প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে এ খেলার উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহ্সান রাসেল, এমপি।
গাজীপুরের জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. বরকতুল্লাহ খান ও গাজীপুরের পুলিশ সুপার এস এম শফিউল্লাহ প্রমুখ।
গাজীপুর জেলা প্রশাসন ও জেলা পুলিশ এ খেলার আয়োজন করে। ব্রহ্মপুত্র জোনের এ খেলায় ঢাকা বিভাগের গাজীপুর, মানিকগঞ্জ, শেরপুর, টাঙ্গাইল, জামালপুর, নেত্রকোনা, কিশোরগঞ্জ, ময়মনসিংহ জেলার ৮টি দল এবং মেয়েদের ৭টিসহ মোট ১৫টি দল খেলায় অংশ নেয়।
এর আগে, প্রধান অতিথি ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহ্সান রাসেল বেলুন উড়িয়ে খেলার উদ্বোধন ঘোষণা করেন। অনুষ্ঠানে সরকারি শিশু পরিবার ভানুয়া মনোজ্ঞ ডিসপ্লে প্রদর্শন করে।
বিডি-প্রতিদিন/শফিক