সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিয়েই মুখ খুললেন হরভজন সিং। দলের ভিতরে-বাইরে হতে হতে ২০১৬ সালের পর আর জাতীয় দলের জার্সি গায়ে তোলার সুযোগ হয়নি ৪১ বছরের এই অফস্পিনারের। তবে অবসর নেওয়া এই তারকার আক্ষেপ থেকেই গেল। ২০১২ সালের খারাপ ফর্মের মধ্যে দিয়ে যাওয়ার সময় দলের একটু সমর্থন পেলেই তার টেস্টে উইকেট সংখ্যাটা ৫০০-র ওপরে দাঁড়াত বলে বিশ্বাস হরভজনের। এক সাক্ষাৎকারে হরভজন এই আক্ষেপের কথা বলেছেন।
অধিনায়ক সৌরভ গাঙ্গুলীর সময়ে উত্থান হরভজনের। সৌরভের থেকে সমর্থন পেলেও ২০১২ সালে তৎকালীন ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি যে তাঁকে ব্যাক না করায় রুষ্ট হয়েছেন ভাজ্জি তারেই ইঙ্গিত করেছেন। এই বিষয়ে হরভজন বলেন, ‘এর পিছনে অনেক কারণ ছিল এবং সেই বিষয়ে কথা বলতে গেলে অনেক কিছু হারাতে হবে। যদি ৪০০ উইকেট নেওয়ার পর কারুর সমর্থনের প্রয়োজন হয়, তাহলে আমি জানি না আমরা নিজেদের ক্রিকেটারদের কী নজরে দেখি। সমর্থন করা বা না করাটা নির্দিষ্ট কয়েকজনের ওপর নির্ভরশীল। ২০০১-০২ সালে সৌরভের সমর্থনের পর ২০১২ সালে আমার ব্যাকিংয়ের দরকার ছিল। সেটা পেলে আমার ক্যারিয়ার আরও ভাল হতে পারত।’
উল্লেখ্য, ১৯৯৮ সালে ভারতের হয়ে টিনএজার হরভজন সিং অভিষেক ঘটানোর পর ১০৩টি টেস্ট, ২৩৬টি ওয়ান ডে এবং ২৮টি ওয়ান ডে খেলেছেন জাতীয় দলের হয়ে। তবে গতকাল শুক্রবারই নিজের ২৩ বছরের বর্ণময় ক্রিকেট ক্যারিয়ারের ইতি টানেন হরভজন। টেস্টে ৪০০-র অধিক উইকেট নিলেও একটু সমর্থন পেলেই তা ৫০০-র উর্ধ্বে যেতেই পারত বলে এখনো আক্ষেপ রয়ে গেছে এই কিংবদন্তি ভারতীয় স্পিনারের। সূত্র : হিন্দুস্তান টাইমস।
বিডি-প্রতিদিন/শফিক