বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স বিভাগের নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন জালাল ইউনুস।
শুক্রবার বিসিবির দ্বিতীয় বোর্ড সভায় পদ বণ্টন করা হয়।
কয়েক বছর ধরে এই দায়িত্ব পালন করছিলেন সাবেক অধিনায়ক আকরাম খান। আকরাম খানের জায়গায় আসা জালাল ইউনুস আগের কমিটিতে ছিলেন মিডিয়া কমিটির চেয়ারম্যান।
অন্যদিকে, মিডিয়া কমিটির নতুন চেয়ারম্যান হয়েছেন তানভীর আহমেদ টিটু। আকরাম পেয়েছেন ফ্যাসিলিটিজ বিভাগের দায়িত্ব।
গত ৬ অক্টোবর নির্বাচন হলেও এতোদিন বিভিন্ন কারণে পদ বন্টন করেনি বিসিবি। নির্বাচিত পরিচালকরা পূর্বের জায়গাতেই দায়িত্ব পালন করে আসছিলেন।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন