বাংলাদেশ দলের ব্যামটিং পরার্শক হিসেবে নিয়োগ পেয়েছেন টাইগারদের সাবেক হেড কোচ জেমি সিডন্স। আগামী বছরের ফেব্রুয়ারি মাসে দলের সঙ্গে যোগ দেবেন জেমি সিডন্স। সিডন্সের সঙ্গে বিসিবির চুক্তি হবে ২ বছরের।
শুক্রবার এক সংবাদ সম্মেলনে এ কথা জানান বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
এর আগে প্রধান কোচের দায়িত্ব পালন করলেও এবার সিডন্স ব্যাটিং পরামর্শক হিসেবে যোগ দিচ্ছেন। তবে এবার তাকে শুধু জাতীয় দলের জন্য নয়, প্রয়োজনে যেকোনো পর্যায়ের ক্রিকেটে ব্যবহার করা হবে বলে জানিয়েছেন পাপন।
বিসিবি সভাপতি বলেন, 'জেমি সিডন্সকে ব্যাটিং পরামর্শক হিসেবে নিয়োগ দেওয়া হচ্ছে। তবে তার কাজের ক্ষেত্র এখনও চূড়ান্ত করা হয়নি। সবকিছু ঠিকঠাক থাকলে হয়ত ফেব্রুয়ারিতেই সে কাজ শুরু করবে। '
২০০৭ সালের অক্টোবরে বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব গ্রহণ করেন জেমি সিডন্স। ২০১১ সালের ওয়ানডে বিশ্বকাপের পর তিনি পদত্যাগ করেন।
এই জেসি সিডন্সের হাত ধরেই বিশ্ব সেরা তারকা হয়েছেন মোহাম্মদ আশরাফুল, তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও সাকিব আল হাসানরা।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন