ক্যারিয়ারের বর্তমান অবস্থায় দাঁড়িয়ে তার পক্ষে আদৌ ক্রিকেটের তিনটি ফর্ম্যাটেই খেলা চালিয়ে যাওয়া সম্ভব কি না তা নিয়ে সন্দিহান সাকিব আল হাসান। করোনার কারণে এখন বায়োবাবলে থেকে খেলতে হচ্ছে যেকোনো সিরিজ। ফলে স্বাভাবিকভাবেই মানসিক চাপ বেড়েছে ক্রিকেটারদের। সেই কথা মাথায় রেখেই সাকিবের বক্তব্য ভবিষ্যতে টেস্ট খেলবেন কি না তা এখনো নিশ্চিত নয়। খেললেও কীভাবে খেলবেন তা নিশ্চিত নয়।
বুধবার দেশ ছেড়ে আমেরিকার উদ্দেশে যাত্রা করেছেন সাকিব। এর আগে দেশের একটি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে সাকিব জানান এই সিদ্ধান্তের কথা। নিউজিল্যান্ডের সফরেও শেষ মুহূর্তে না খেলার পেছনে নিজের সিদ্ধান্তকে তিনি ডিফেন্ড করেছেন। ৪০-৪২ দিন ধরে এই সফরে থাকতে হত তাই তিনি এ মুহূর্তে না খেলার সিদ্ধান্ত নেন।
সাকিব এ প্রসঙ্গে বলতে গিয়ে জানান, ‘আমি জানি এ মুহূর্তে দাঁড়িয়ে কোন ফর্ম্যাটে খেলা আমার কাছে গুরুত্বপূর্ণ। আমি জানি, এ মুহূর্তে আমাকে কোন ফর্ম্যাটে মনোনিবেশ করতে হবে। টেস্ট ক্রিকেটে খেলার বিষয়টি নিয়ে আমাকে এবার ভাবতে হবে। আমি আদৌ টেস্ট খেলব কি না। খেললে কীভাবে খেলব তা নিয়ে ভাবতে হবে। ৪০-৪২ দিনে দুটি টেস্ট খেলা মোটেও সহজ নয়।’
তিনি বলেন ‘আমি বলছি না টেস্ট থেকে অবসর নেব। এমনও হতে পারে যে আমি ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের পরে টি-টোয়েন্টি খেলা বন্ধ করে দেব। তখন আমি টেস্ট ও ওয়ানডে খেলতে পারি। কিন্তু তিন ফরম্যাটে খেলা প্রায় অসম্ভবের কাছাকাছি।’
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ