সাফ অনুর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপের পুরো টুর্নামেন্টের ৫ ম্যাচের খেলেননি ২ ম্যাচ। তবুও যেন তাকে কেউ ছাড়িয়ে যেতে পারেননি। ৩ ম্যাচে ৫ গোল করে হয়েছেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়। তিনি কক্সবাজারের উখিয়ার সোনাইছড়ি গ্রামের কৃতি ফুটবলার শাহেদা আক্তার রিপা।
গতকাল রাজধানীর কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে দারুণ লড়াইয়ে শক্তিশালী ভারতকে ১-০ গোলে হারায় মারিয়া মান্ডারা। ম্যাচজুড়ে ভারতকে চাপের মুখে রেখে শেষ মুহূর্তে আনাই মোগিনির গোলে এগিয়ে যায় বাংলাদেশ। আর এ গোলেই চ্যাম্পিয়নের তকমা পায় বাংলাদেশ দল। এই সাফল্যের অন্যতম কারিগর সাহেদা আক্তার রিপা।
জয়ের পর দেশে সুনামে ভাসছে রিপার নাম। রিপার এই কৃতিত্বের জন্য কক্সবাজারবাসী সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসার ঝড় তুলেছেন। শাহেদা আক্তার রিপা উখিয়ার ১নং জালিয়াপালং ইউনিয়নের সোনাইছড়ি এলাকার জালাল আহম্মদের মেয়ে। তিনি সোনাইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী ছিলেন।
রিপা সংবাদমাধ্যমকে বলেছেন, ‘আমরা চ্যাম্পিয়ন হতে পেরেছি, সেজন্য অনেক খুশি। আমার বাবা-মা এবং পরিবারের অন্যরাও অনেক খুশি হয়েছেন।
জাতীয় দলে খেলার স্বপ্নের কথা জানিয়ে তিনি বলেন, ‘আমার এখনো জাতীয় দলে খেলা হয়নি। নিজেকে জাতীয় দলে সুযোগ করে নিতে চাই এবং সুযোগ পেলে জাতীয় দলের জার্সিতে গোল করে দেশকে জেতাতে চাই।’
রিপা বিকেএসপির হয়ে প্রথম বারেরমতো ভারতের সুব্রত মুখার্জি গোল্ডকাপে অংশগ্রহণ করে চ্যাম্পিয়ন হন। ২০১৮ সালে সাফ অনূর্ধ্ব-১৫ তে রানার্স আপ এবং ২০১৯ সালে প্রথম দুটি ম্যাচে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ