বিপিএলে অটো চয়েজে দল পেলেন সাকিব আল হাসান, মোস্তাফিজ রহমান ও নাসুম আহমেদ। সাকিবকে টেনেছে বরিশাল ফরচুন। মোস্তাফিজকে দলে নিয়েছে কুমিল্লা ওয়ারিয়র্স। আর নাসুমকে নিয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ফ্র্যাঞ্চাইজি।
অনিশ্চয়তার মেঘ কাটিয়ে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ২১ জানুয়ারিতে মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসর।
টুর্নামেন্ট সামনে রেখে ২৭ ডিসেম্বর ঢাকার র্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে অনুষ্ঠিত হবে প্লেয়ার্স ড্রাফট। তার আগেই বিপিএলে দল পেলেন এই তিন ক্রিকেটার।
নিয়ম অনুযায়ী, ড্রাফটের আগে ডিরেক্ট সাইনিং (অটো চয়েজ) হিসেবে প্রতিটি দল একজন করে দেশি ও তিনজন করে বিদেশি খেলোয়াড় দলে ভেড়াতে পারবে। সেই সুযোগ কাজে লাগিয়েই তিনজনকে দলে ভিড়িয়েছে দলগুলো।
বিসিবি থেকে আগেই জানিয়ে দেয়া হয়েছে এবার কোনো আইকন সিস্টেম থাকবে না। যদিও দলগুলো চাইলে আগেই দেশীয় ক্রিকেটারদের মধ্য থেকে যে কোনো একজনকে অটো চয়েজে দলভূক্ত করে নিতে পারবে।
নাসুমকে দলে নেওয়ার বিষয়ে অফিসিয়াল ফেসবুক পেজে ঘোষণা দিয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।
গতকাল রাতে বিপিএলের অন্যতম ফ্রাঞ্চাইজি কুমিল্লা ভিক্টোরিয়ান্সের পক্ষ থেকে জানানো হয়, অটো চয়েজ হিসেবে তারা এরই মধ্যে বাঁ-হাতি পেসার মোস্তাফিজুর রহমানকে দলভূক্ত করে নিয়েছে।
অপরদিকে বরিশালের ফ্রাঞ্চাইজি ফরচুন বরিশাল সাকিব আল হাসানকে নিশ্চিত করেছে। আগামী বিপিএলে সাকিব বরিশালের হয়েই খেলতে যাচ্ছেন। সাকিব নিজেও গতকাল যুক্তরাষ্ট্র যাওয়ার প্রাক্কালে এ কথা জানিয়ে যান।
যাওয়ার আগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আলাপে সাকিব জানান, সবকিছু ঠিক থাকলে এবারের বিপিএলে তার দল বরিশাল। তিনি বলেন, ‘এখন পর্যন্ত আসলে বরিশালের সঙ্গে কথা হয়ে আছে। সব ঠিকঠাক থাকলে বরিশালের হয়ে খেলব।’
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ