চোট-আঘাতের সমস্যায় জর্জরিত ইংল্যান্ডের পেস বোলার জোফ্রা আর্চার। চলতি বছরের আইপিএলে খেলেননি, টি-২০ বিশ্বকাপেও খেলতে পারেননি। এরপর অ্যাসেজেও তাকে ছাড়াই মাঠে নেমেছে রুট বাহিনী। চোট যেন কোনওমতেই পিছু ছাড়ছে না আর্চারের।
এর মধ্যে ফের ডান হাতের কুনুইয়ে অস্ত্রোপচার হল তার। ফলে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে নতুন বছরের মার্চে খেলা হচ্ছে না আর্চারের। ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ডের তরফ থেকে এমনটাই জানানো হয়েছে।
ইসিবির তরফে এক বিবৃতিতে জানানো হয়, ১১ ডিসেম্বর লন্ডনে জোফ্রা আর্চারের ডান হাতের কুনুইয়ে দ্বিতীয় অস্ত্রোপচার হয়েছে। তার ডান হাতের কুনুইয়ের এই চোটটা দীর্ঘদিনের। ওই বিবৃতিতে আরও জানানো হয়েছে, ক্রিকেটে কবে টার কামব্যাক হবে তা, সময়মতো বোঝা যাবে। তবে জোফ্রাকে ইংল্যান্ডের শীতকালীন সিরিজের জন্য আর এখন পাওয়া যাবে না।
আইপিএল ২০২২ এর আগেই রয়েছে মেগা নিলাম। অস্ত্রোপচারের পর নির্দিষ্ট বিশ্রাম প্রয়োজন। ফলে আইপিএলের আসন্ন নিলামে আর্চারকে পাওয়া যাবে কিনা তা নিয়েও প্রশ্ন তৈরি হয়ে গেল। এবারের রিটেনশনে তাকে ধরে রাখেনি রাজস্থান রয়্যালস। ফলে আইপিএলের নতুন মৌসুমে কোনও দল পান কিনা আর্চার সেই দিকেও বিশেষ নজর থাকবে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ আল সিফাত