বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের জন্য বুধবার রাতে ১৩ সদস্যের দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড। তবে দলে রাখা হয়নি ভারতের বিপক্ষে মুম্বাইতে এক ইনিংসে ১০ উইকেট নিয়ে অনন্য রেকর্ড গড়া আজাজ প্যাটেলকে। শুধু তিনি নন, দলে রাখা হয়নি বিশেষজ্ঞ কোনো স্পিনারকেই।
পেসারদের আধিপত্য দলে। তবে প্রয়োজনে স্পিন বোলিং করতে পারবেন রবীন্দ্র রাচিন। তাকে রাখা হয়েছে দলে।
ইনজুরির কারণে দলে নেই অধিনায়ক কেন উইলিয়ামসন। তার পরিবর্তে নিউজিল্যান্ড দলকে নেতৃত্ব দিবেন টম লাথাম। এছাড়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ইনজুরিতে পড়া ডেভন কনওয়ে দলে ফিরেছেন। তাকে টেস্ট দলের পাশাপাশি রাখা হয়েছে বাংলাদেশের বিপক্ষের প্রস্তুতি ম্যাচেও।
১৩ সদস্যের নিউজিল্যান্ড দল:
টম লাথাম (অধিনায়ক), ডেভন কনওয়ে, উইল ইয়াং, রস টেলর, হেনরি নিকোলস, ডারিল মিচেল, টম ব্লানডেল (উইকেটরক্ষক), রাচিন রবীন্দ্র, কাইল জেমিসন, টিম সাউদি, নেইল ওয়াগনার, ম্যাট হেনরি ও ট্রেন্ট বোল্ট।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ