অ্যাসেজের প্রথম দুটি টেস্টে ব্যাট হাতে দুরন্ত পারফরম্যান্সের পুরস্কার পেলেন অস্ট্রেলিয়ার ব্যাটার মার্নাস লাবুসেন। ইংল্যান্ড অধিনায়ক জো রুটকে পেছনে ফেলে আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে উঠে এলেন তিনি।
অ্যাসেজ শুরুর আগে টেস্টে র্যাঙ্কিংয়ে ৪ নম্বরে ছিলেন অস্ট্রেলিয়ার ব্যাটিং অর্ডারের অন্যতম নির্ভরতার নাম মার্নাস লাবুসেন। প্রথম টেস্টে ৭৪ রানের ইনিংসে তাকে পৌঁছে দিয়েছিল ২ নম্বর স্থানে। আর পিঙ্ক বল টেস্টের দুই ইনিংসে ১০৩ ও ৫১ রান এনে দিল বিশ্বের সেরা টেস্ট ব্যাটারের জায়গাটা।
৯১২ পয়েন্ট এখন লাবুসেনের দখলে। দ্বিতীয় স্থানে থাকা ইংল্যান্ড অধিনায়ক জো রুটের পয়েন্ট ৮৯৭। ২০১৯ সালের অ্যাসেজে টেস্ট অভিষেক হয়েছিল মার্নাস লাবুসেনের। টেস্ট র্যাঙ্কিংয়ে ভারতীয়দের প্রথম পাঁচে আছেন শুধুমাত্র রোহিত শর্মা। পাঁচ নম্বরে থাকা হিটম্যানের রেটিং পয়েন্ট ৭৯৭। অন্য দিকে আরও একধাপ নেমেছেন ভারতীয় দলের টেস্ট অধিনায়ক বিরাট কোহলি। ছয় থেকে সাতে নামলেন তিনি। পয়েন্ট ৭৫৬।
টেস্ট ক্রিকেটে বোলারদের র্যাঙ্কিংয়ে প্রথম তিনজনই নিজেদের জায়গা ধরে রেখেছেন। শীর্ষে অজি অধিনায়ক প্যাট কামিন্স। দ্বিতীয় ভারতীয় অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিন ও তৃতীয় স্থানে পাকিস্তানি পেসার শাহিন আফ্রিদি। অশ্বিন ছাড়া কোনও ভারতীয় বোলার নেই প্রথম দশে। টেস্ট অলরাউন্ডারদের তালিকায় শীর্ষে ওয়েস্টে ইন্ডিজেরে জেসন হোল্ডার। দ্বিতীয় ও তৃতীয় স্থানে ভারতের অশ্বিন ও জাদেজা।
টেস্টের পাশাপাশি টি-২০ ক্রিকেটে ব্যাটরদের র্যাঙ্কিং প্রকাশ করেছে আইসিসি। দুইধাপ উঠে এসে শীর্ষে পাকিস্তান অধিনায়ক বাবর আজম। একই পয়েন্ট নিয়ে যুগ্ম ভাবে শীর্ষে ইংল্যান্ডের ডেভিড মালান। প্রথম দশে ভারতের একমাত্র প্রতিনিধি কেএল রাহুল। ৭২৯ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে আছেন ভারতের সাদা বলের ভাইস ক্যাপ্টেন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ আল সিফাত