প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য কয়েকটি সুবিধা প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তারের সভাপতিত্বে গত ১১ ডিসেম্বর অনুষ্ঠিত সিন্ডিকেটের ৫০৯তম সভায় সিদ্ধান্তগুলো গৃহীত হয়।
শিক্ষার্থীদের জন্য সুবিধাগুলোর মধ্যে রয়েছে- রাবির প্রতিটি বাসে ৫টি সিট প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য বরাদ্দ রাখা; একাডেমিক, প্রশাসনিক ও আবাসিক ভবনসহ অন্যান্য ভবনের মূল প্রবেশপথে সিড়ির একপাশে র্যাম্প প্রস্তুত করা; আবাসিক হলসমূহের নিচতলায় ১ম বর্ষের প্রতিবন্ধী শিক্ষার্থীদের আবাসন অগ্রাধিকারভিত্তিতে নিশ্চিত করা এবং দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের পরীক্ষার সময় ঘণ্টায় ন্যূনতম ১০ মিনিট বৃদ্ধি করা ও শ্রুতিলেখক নিয়োগ সহজীকরণ করা।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য অধ্যাপক ড. সুলতান উল ইসলাম বলেন, সিন্ডিকেট সভায় গৃহীত সিদ্ধান্তগুলো আমরা খুব দ্রুতই বাস্তবায়ন করতে চাই। সকল শিক্ষার্থীর প্রয়োজনীয় সকল সুবিধা নিশ্চিত করা হবে। এই প্রতিষ্ঠানটিকে সত্যিকারে শিক্ষার্থী বান্ধব শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে যা যা করার দরকার, সব কিছুই করা হবে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ