ভারতীয় ক্রিকেটে বিরাট কোহলি-বিসিসিআই জটের পাশাপাশি বার বার উঠে আসে যে বিষয়টা, সেটা হল বিরাট-রোহিত সম্পর্ক কি খারাপ? এই নিয়ে যদিও ভারতের টেস্ট দলের অধিনায়ক বিরাট কোহলি প্রোটিয়া সফরে যাওয়ার আগে জানান, তিনি বলতে বলতে ক্লান্ত হয়ে গেছেন যে তার এবং রোহিত শর্মার মধ্যে কোনও সমস্যা নেই।
তবে সীমিত ওভারের ক্রিকেটে বিরাটের জায়গা নিয়েছেন রোহিত। এবার দক্ষিণ আফ্রিকাতে টেস্ট সিরিজ জিততে না পারলে তার টেস্ট ক্যাপ্টেন্সিতেও কি হারাতে চলেছে? পাকিস্তানের সাবেক অধিনায়ক সালমান বাটের মতে একটা সিরিজের ভিত্তিতে কোনও সিদ্ধান্ত নেওয়ার মানে হয় না। পাশাপাশি তিনি আরও বলছেন যে, বিরাটের বদলে রোহিতকে টেস্ট অধিনায়ক করাটা মোটেও লাভদায়ক হবে না।
দক্ষিণ আফ্রিকায় এর আগে একটি টেস্ট সিরিজও জিততে পারেনি টিম ইন্ডিয়া। এবারও যদি ভারত প্রোটিয়াদের বিরুদ্ধে সিরিজ হারে, তা হলে বিসিসিআই রোহিতকে টেস্ট অধিনায়ক করার পথে হাঁটতে পারে কী?
এই প্রশ্নের উত্তরে সলমন বলেন, আমার মনে হয়না এমনটা হওয়া উচিত। এটা কিন্তু কারো জন্যই লাভদায়ক হবে না। এটা হবে কিনা, সেটা তো আমি বলতে পারব না। তবে যদি সত্যি এমন কিছু ঘটে, তা হলে বুঝতে হবে তাদের (বিসিসিআই ও কোহলি) সম্পর্ক খুব একটা ভালো নয়। এছাড়া যে অধিনায়ক বিদেশের মাটিতে ভারতের হয়ে সবচেয়ে বেশি টেস্ট জিতেছে, তাকে অধিনায়ক পদ থেকে সরানোর আর কোনো কারণ থাকতে পারে বলে আমার মনে হয় না।
বাট আরও বলেন, একটা সিরিজের ফলাফলের ভিত্তিতে কোনও সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। আমার মনে হয় না এমনটা হবে। একটা সিরিজের জন্য কোহলির অধিনায়কত্বের ওপর প্রভাব পড়বে বলে মনে হয় না। এই সব জিনিস যত কম হয়, ততই ভালো। এবং যদি বেশি পরিমাণে এমনটা হয় তা ক্রিকেটের পক্ষে ক্ষতিকারক।
২৬ ডিসেম্বর বক্সিং ডে টেস্ট দিয়ে শুরু হতে চলেছে ভারত-দক্ষিণ আফ্রিকা তিন ম্যাচের টেস্ট সিরিজ। যার জন্য এখন জোরালো ভাবে চলছে ভারতীয় দলের অনুশীলন। ঘরের মাঠে কিউয়িদের বিরুদ্ধে টেস্ট ক্রিকেটে রেকর্ড জয়ের পর কোহলি-দ্রাবিড় জুটির এবার বিদেশের মাঠে পরীক্ষার পালা।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ আল সিফাত