ঘরের মাঠে অ্যাশেজ সিরিজে ব্রিজবেনে জয়ের পর অ্যাডিলেডে টেস্টেও জয়ের দ্বারপ্রান্তে অজিরা। বাকি মেলবোর্ন, সিডনি আর হোবার্ট। সিরিজের তৃতীয় ম্যাচের আগে অর্থাৎ বক্সিং ডে টেস্টকে সামনে রেখে বাকি ৩ ম্যাচের জন্য দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। যেখানে আগের দুই ম্যাচের ১৫ সদস্যের স্কোয়াড থেকে কোন পরিবর্তন আনেনি সিএ।
চোট কাটিয়ে মেলবোর্ন টেস্টের আগে স্কোয়াডে যোগ দেবেন পেসার জশ হেইজেলউড। অজিদের নতুন অধিনায়ক প্যাট কামিন্সও ফিরবেন ১ ম্যাচের নিষেধাজ্ঞা শেষ করে।
অ্যাশেজের বাকি ৩ ম্যাচের জন্য অস্ট্রেলিয়ার স্কোয়াড:
প্যাট কামিন্স (অধিনায়ক), মার্কাস হ্যারিস, ডেভিড ওয়ার্নার, মার্নাস লাবুশেন, স্টিভ স্মিথ, ট্রাভিস হেড, উসমান খাজা, ক্যামেরন গ্রিন, অ্যালেক্স ক্যারি (উইকেটকিপার), মিচেল স্টার্ক, জশ হেইজেলউড, নাথান লায়ন, ঝাই রিচার্ডসন, মাইকেল নেসের ও মিচেল সোয়েপসন।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ