কঠিন সময় পার করছে ওয়েস্ট ইন্ডিজ। ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের চ্যাম্পিয়ন তারা ২০১৯ সালের আসরে এসে বাদ পড়েছে গ্রুপ পর্ব থেকেই। বিশ্বকাপ শেষে পাকিস্তান সফরেও ব্যর্থ হয়েছে উইন্ডিজরা। ৩ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হবার পর কোভিডের কারণে বাতিল হয়েছে ওয়ানডে সিরিজ।
সফর শেষ না হতেই দুঃসংবাদ শুনতে হলো দলের নির্বাচকদের। কেন না বরখাস্ত করা হয়েছে নির্বাচকদের। কারণ হিসেবে বলা হয়েছে দলের প্রত্যাশিত পারফরম্যান্স না আসা। নির্বাচকদের বরখাস্ত করার পর নতুন পরিচালক নিয়োগ দেয়া পর্যন্ত দায়িত্ব পালন করবেন প্রধান কোচ ফিল সিমন্স ও সংশ্লিষ্ট সংস্করণের অধিনায়ক।
নির্বাচকদের বরখাস্ত করা নিয়ে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট পরিচালক জিমি অ্যাডামস সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, দুই নির্বাচক রজার হার্পার ও মাইলস বেসকম্বকে মেয়াদ শেষ হবার আগেই বরখাস্ত জরা হয়েছে। অর্থাৎ আগামী ৩১ ডিসেম্বর মেয়াদ শেষ হওয়ার আগেই সরে যেতে হচ্ছে দুই নির্বাচককে।
জিমি অ্যাডামস বলেছেন, 'রজার হার্পার ও মাইলস বেসকম্বের চুক্তি নবায়ন হচ্ছে না। উইন্ডিজ ক্রিকেট নতুন নির্বাচক নিয়োগ দেবে।'
বিডি প্রতিদিন/ ওয়াসিফ