দ্য ফেডারেশন অফ ইন্টারন্যাশনাল ফুটবল এসোসিয়েশনের (ফিফা) পঞ্চম দাফতরিক ভাষা হিসেবে আরবি ভাষা ব্যবহারের প্রস্তাব করা হয়েছে। ফিফা প্রেসিডেন্ট জিয়ানি ইনফান্তিনো এই প্রস্তাব দেন।
গতকাল শনিবার পালিত হয়েছে আন্তর্জাতিক আরবি ভাষা দিবস। ফিফা আরব কাপ ২০২২ এরও উদ্বোধনী অনুষ্ঠান হয়েছে।
এ অনুষ্ঠানেই বিশ্বের সকল আরবি ভাষাভাষিদের প্রতি সম্মান প্রদর্শনের জন্য আরবিকে ফিফার পঞ্চম দাফতরিক ভাষা হিসেবে প্রস্তাব করার প্রতিশ্রুতি দেন ফিফা প্রেসিডেন্ট ইনফান্তিনো। ফিফার অন্যসব দাফতরিক ভাষা হচ্ছে ইংলিশ, স্প্যানিশ, ফ্রেঞ্চ এবং জার্মান।
আরবি ভাষায় আরববিশ্বের ২০টি দেশসহ সারাবিশ্বের ৪০০ মিলিয়নের বেশি মানুষ কথা বলেন। ইতিহাস-ঐতিহ্য ও সভ্যতা সংস্কৃতির আদান-প্রদানের প্রধান মাধ্যম হিসেবে তা ব্যবহৃত হয়। এরই স্বীকৃতি হিসেবে আরবিকে ফিফার অফিসিয়াল ভাষার করার প্রস্তাব দেওয়া হয়।
ফিফা আরব কাপের আয়োজক দেশ কাতার ও মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার (এমইএনএ) দেশগুলোর মধ্যে দীর্ঘ আলাপ-আলোচনার পর ফিফার সভাপতির কাছে এ প্রস্তাব দেওয়া হয়। প্রথম বারের মতো এবারের আরব কাপ ও ঐক্য উদযাপনে মধ্যপ্রাচ্য ও আরববিশ্বের ২৩টি দেশ অংশ নিয়েছে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন