মহান বিজয় ও বাংলাদেশের সুবর্ণজয়ন্তী উপলক্ষে আজ শনিবার রাজধানীর ফার্মগেট ইন্দিরা ক্রীড়া চক্রের মাঠে এক প্রীতি ক্রিকেট ম্যাচের আয়োজন করা হয়। এতে অংশগ্রহণ করে ক্যাপিটেক অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড ও ইউনিক্যাপ সিকিউরিটিস লিমিটেডের কর্মকর্তাবৃন্দ। খেলা শেষে বিজয়ী দল ক্যাপিটেক অ্যাসেট ম্যানেজমেন্টের মাঝে পুরস্কার বিতরণ করেন লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. সফিকুর রহমান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্যাপিটেক অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের চেয়ারম্যান হাসান রহমান, ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক মাহফুজুর রহমান, বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) সুপারনিউমারারি প্রফেসর ও বাংলাদেশ কৃষি ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মো. আলী হোসেন প্রধানিয়া, ইউনিক্যাপ সিকিউরিটিজ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা ওয়ালী উল ইসলাম, এক্সপার্টস একাডেমি লিমিটেডের অতিথি লেকচারার মো. খালেদ আনোয়ারসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। প্রীতি ক্রিকেট ম্যাচটি দর্শকদের মাঝে দারুণ উপভোগ্য হয়ে ওঠে।
বিডি-প্রতিদিন/শফিক