গ্রেডিং কমিয়ে দেওয়ার কারণে পাকিস্তানের ফ্রাঞ্চাইজি লিগে (পিএসএলে) খেলবেন না দেশটির ক্রিকেটার কামরান আকমল।
গ্রেডিংয়ে ‘প্লাটিনাম’ ক্যাটাগরিতে থাকা আকমলকে প্রথমে ‘গোল্ডে’ আনার পর আবার সবচেয়ে নিচের ক্যাটাগরি ‘সিলভারে’ নামিয়ে দেওয়া হয়েছে। ২০১৬ সাল থেকে পেশোয়ার জালমির হয়ে খেলা আকমল এই বিষয়টি একদমই মেনে নিতে পারেননি।
ক্রিকইনফোকে তিনি বলেন, 'শেষ পর্যন্ত এভাবেই যদি থাকে, তাহলে থাকুক, তবে আমি এ অপমান সয়ে খেলব না। বিব্রতকর ব্যাপার। একজন খেলোয়াড়ের সঙ্গে এ রকম ব্যবহারের কোনো মানে হয় না। লিগে আমি যত রান করেছি, এরপর আমার এ রকম অপমান প্রাপ্য নয়। বুঝতে পারছি, খেলোয়াড়দের শ্রেণিবিন্যাস নতুন করে করাতে ফ্র্যাঞ্চাইজিগুলোর হাত নেই, এটা রমিজ রাজার (পিসিবি চেয়ারম্যান) কাজ। তবে সিলভার শ্রেণি থেকে নিজেকে দলে সুযোগ পেতে দেখা অনেক বড় অবনমন।'
বিডি প্রতিদিন/ ওয়াসিফ