নিলাম হয়ে গেল পাকিস্তান সুপার লিগের (পিএসএল)। রবিবার (১২ ডিসেম্বর) লাহোরের হাই-পারফরম্যান্স সেন্টারে বসেছিল প্লেয়ার নিলামের এ আসর।
পিএসএলের প্লেয়ার ড্রাফটে একমাত্র বাংলাদেশি হিসেবে নাম ছিল মাহমুদউল্লাহ রিয়াদের। ডায়মন্ড ক্যাটাগরিতে থাকা বাংলাদেশ দলের এই টি-টোয়েন্টি অধিনায়ককে পিএসএলের ছয়টি ফ্র্যাঞ্চাইজির কোনো দল নিতে আগ্রহ দেয়ানি।
তবে কেবল মাহমুদউল্লাহ রিয়াদই নয়, ওয়েস্ট ইন্ডিজের তারকা ক্রিকেটার ক্রিস গেইলের মতো ব্যাটিং দানবকেও দলে নেয়েনি পিএসএলের ছয়টি ফ্র্যাঞ্চাইজির কেউই। গেইল ছিলেন পিএসএল নিলামের শীর্ষ ক্যাটাগরি প্লাটিনামের তালিকায়।
পিএসএলে দল পাননি পাকিস্তানের তারকা ওপেনার আহমেদ শেহজাদ, তারকা পেসার জুনায়েদ খানসহ অনেক তারকা ক্রিকেটাররাও।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ