ভারতীয় পেসার জশপ্রীত বুমরাহকে যত দেখছেন, ততই অবাক হয়ে যাচ্ছেন সাবেক পাকিস্তানি পেসার শোয়েব আখতার। বুমরাহর প্রশংসায় পঞ্চমুখ তিনি। এই সময়ের সবচেয়ে ‘স্মার্ট’ বোলার হিসেবে বুমরাহকে ব্যাখ্যা করেছেন পাকিস্তানের এই সাবেক পেসার।
নিজের ইউটিউব চ্যানেল শোয়েব আখতার বলেন, শরীরের ভাষায় নয়, বুমরাহর আগ্রাসন বোঝা যায় তার লেন্থে। আমার কাছে বুমরাহর এটাই ব্যাখ্যা। শরীরের ভাষায় তার আগ্রাসনটা বোঝা যায় না। আমার দেখা অন্যতম ভদ্র মানুষ সে। বোলিং করার সময় মাত্র পাঁচ সেকেন্ডের মধ্যে দুরন্ত লেন্থে ডেলিভারির মধ্যে দিয়ে সে আগ্রাসন দেখাতে পারে।
শোয়েব আরও বলেন, এই সময় ক্রিকেট দুনিয়ায় যে কয়েকজন বুদ্ধিমান ফাস্ট বোলার রয়েছে, বুমরাহ তাদের মধ্যে সবচেয়ে স্মার্ট। কম বয়সেই চাপ নিয়ে খেলার অভ্যাস রপ্ত করে ফেলেছে।
বুমরাহর কথা বলতে গিয়ে পাক পেসার ওয়াসিম আকরাম ও ওয়াকার ইউনুসদের প্রসঙ্গ টেনে এনেছেন শোয়েব আখতার। পেসারদের ক্ষেত্রে অ্যারো ডায়ানমিক মেকানিজম খুব গুরুত্বপূর্ণ। সেটা ওয়াসিম-ওয়াকারদের সময় দেখেছেন বলেও জানান তিনি।
সূত্র : জিনিউজ
বিডি প্রতিদিন/এমআই