ভারতীয় পেস অ্যাটাক নিয়ে এখন আর নতুন করে কিছু বলার নেই। বিশ্ব ক্রিকেটের প্রাক্তন পেসাররা বুমরাহ, ইশান্ত শর্মাদের প্রশংসা করেছেন। তবে এমনটা কয়েক বছর আগে পর্যন্ত ছিল না বলে দাবি করেছেন ইশান্ত।
তাঁর দাবি, কিছু বছর আগে পর্যন্তও ভারতের স্পিন অ্যাটাক প্রশংসা কুড়িয়ে নিত। ইশান্ত মনে করেন, সেই সময় পেসারদের ধারাবাহিকতার অভাবের জন্য দায়ি ছিল ধোনির একটি সিদ্ধান্ত। ইশান্ত বলেছেন, ''রোটেশন পদ্ধতির জন্য কোনও পেসার থিতু হতে পারত না। তাছাড়া আমাদের কয়েকজনের তেমন অভিজ্ঞতা ছিল না সেই সময়। তাই গ্রুপ হিসেবে ধারাবাহিক হওয়া যায়নি।''
ধোনির সিদ্ধান্ত নিয়ে সমালোচনা করেছেন ইশান্ত। একটা সময় দলের পেসারদের মধ্যে যোগাযোগের অভাব ছিল বলেও জানিয়েছেন ইশান্ত। তিনি বলেছেন, ''তিন-চারজন পেস বোলারের পুলে আমিও রয়েছি জানলে কমিউনিকেশনে সুবিধা হয়। আগে ছয়-সাত জন পেস বোলার থাকত, ফলে যোগাযোগের অভাব ঘটত। তাছাড়া বিরাট কোহলি অধিনায়ক হিসেবে আসার পর আমরা অভিজ্ঞ হয়ে উঠেছিলাম। ফলে সুফল মিলত।''
বিডি প্রতিদিন/ ওয়াসিফ