শেষ মুহূর্তে আর্সেনালের ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে ২-১ গোলের শ্বাসরুদ্ধকর জয় তুলে নিয়েছে চেলসি। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ৪ ম্যাচে জয় বঞ্চিত থেকে রবিবার ব্লুজদের মুখোমুখি হয় ডেভিড লুইস-মেসুত ওজিলরা।
হাইভোল্টেজ ম্যাচটিতে অবশ্য শুরু থেকে দুর্দান্ত খেলছিল আর্সেনাল। ১৩ মিনিটে ইংলিশ ডিফেন্ডার চেম্বারের পাস থেকে হেডে গোল করে ঘরের সমর্থকদের উল্লাসে ভাসান গেবানিজ স্ট্রাইকার পিয়েরে-এমেরিক অউবামেয়াং। পিছিয়ে পড়ে সমতায় ফিরতে মরিয়া চেলসি বিরতির পরও গোল শোধের চেষ্টা অব্যাহত রাখে। শেষ মুহুর্তে সুযোগ চলেও আসে তাদের হাতে। ৮৩ মিনিটে ফ্রি-কিক নেন ম্যাসন মাউন্ট। ইংলিশ মিডফিল্ডারের স্পট কিক থেকে আনমার্কে থাকা জোর্গিনহো বল ঠেলে দেনে আর্সেনালের জালে।
সমতায় ফেরার আরও ভয়ংকর হয়ে ওঠে ল্যাম্পার্ডের শিষ্যরা। ৮৭ মিনিটে উইলিয়ানের পাস থেকে ব্যবধানটা ২-১ করে চেলসিকে কামব্যাকের গল্প করার রসদ এনে দেন ট্যামি আব্রাহাম।
শেষ পর্যন্ত নির্ধারিত সময়ের পরও অতিরিক্ত সাত মিনিটে ম্যাচ গড়ালেও ঘরের মাঠে পরাজয় এড়াতে পারেনি আর্সেনাল।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ