নরওয়ের জাতীয় দলের স্টাইকার আর্লিং হালান্ডকে ২০ মিলিয়ন ইউরোতে দলে ভিড়িয়েছে বরুশিয়া ডর্টমুন্ড। জার্মান ক্লাবটিতে ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত পর্যন্ত খেলবেন হালান্ড। ক্লাবের সামাজিক যোগাযোগ মাধ্যমের পাতায় তার চুক্তি সম্পন্ন হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
ম্যানচেস্টার ইউনাইটেড, জুভেন্টাস, লিপজিগের মতো ক্লাবগুলো ১৯ বছর বয়সী এ স্ট্রাইকারকে পাওয়ার চেষ্টা চালিয়েছে।
অস্ট্রিয়ান রেড বুল সলজবার্গের হয়ে চলতি মৌসুমে ২২ ম্যাচে ২৮ গোল করেছেন হালান্ড, কেবল চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপপর্বেই করেছেন ৮ গোল। চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে সবচেয়ে কম বয়সে টানা পাঁচ ম্যাচে গোল করার কীর্তিও তার।
বিডি প্রতিদিন/ফারজানা