ক্রিকেট বিশ্বে আলোচনার কেন্দ্রে এখন দানিশ কানেরিয়া ও শোয়েব আখতার। পাকিস্তানের এই দুই প্রক্তন ক্রিকেটারেরবেক্তব্যে সামনে আসছে নানা অজানা তথ্য। পাকিস্তানের একটি টিভি চ্যানেলের অনুষ্ঠানে বিতর্কিত মন্তব্য করেছিলেন শোয়েব। বলেছিলেন, দানিশ কানেরিয়া হিন্দু হওয়ায় তাঁর সঙ্গে এক টেবিলে বসে খাবার খেতে চাইতেন না পাকিস্তান দলের একাধিক তারকা। তাঁর এমন বিস্ফোরণের পর পাকিস্তান ক্রিকেট তোলপাড়। ইতিমধ্যে এত বছর পর অন্তরাল থেকে আলোয় ফিরে এসেছেন কানেরিয়া। তিনিও আখতারের প্রতিটি বক্তব্যকে সমর্থন জানিয়েছেন।
এসবের মাঝে শোয়েব আখতার আরও একবার সামনে এলেন। কানেরিয়া-কাণ্ডে এবার তাঁর বক্তব্য, তিনি যা বলেছেন সেই বক্তব্য থেকে এক চুলও সরছেন না। তবে তিনি পাকিস্তানের সংস্কৃতি নিয়ে কোনও কথা বলেননি বলে দাবি করেছেন।
শোয়েব আখতার দাবি করেছেন, ''আমি যেটা বলেছি তা দলের ক্রিকেটারদের নিয়ে। এমন ক্রিকেটারদের সারা বিশ্বে পাওয়া যায় যারা বর্ণবৈষম্যমূলক মন্তব্য করে বসে। আমি সেই অপসংস্কৃতি পাকিস্তান দলে জারি করতে দিইনি। আর আমি কখনওই পাকিস্তানের সংস্কৃতি নিয়ে কোনও কথা বলিনি। আমার বক্তব্যের অপব্যাখ্যা হচ্ছে অনেক জায়গায়। পাকিস্তান মুসলিম, হিন্দুসহ যে কোন সংখ্যালঘু সম্প্রদায়কে আপন করার মতো দেশ।''
বিডি প্রতিদিন/ ওয়াসিফ