৩৪ বছর বয়সেও দারুণ ফর্মে আছেন বর্তমান ফুটবল বিশ্বের অন্যতম সেরা তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। তবে খেলোয়াড়ি জীবন শেষে কোচিংয়ে আসার কোনো পরিকল্পনা নেই তার। কিন্ত যদি অবসরের পরের জীবন বিরক্তিকর মনে হয়, তাহলে হয়তো মত বদলাতেও পারেন বলে জানিয়েছেন জুভেন্টাসের পর্তুগিজ উইঙ্গার।
এ ব্যাপারে ইতালিয়ান সংবাদ মাধ্যম ‘ডিএজেডএন ইতালি’কে সাবেক রিয়াল মাদ্রিদ তারকা বলেন, ‘বর্তমানে, আমার কোচ হওয়ার কোনো আগ্রহ নেই। কিন্তু হয়তো কোনোদিন বিরক্ত হয়ে যাব এবং হয়তো তখন হতেও পারে। নেভার সে নেভার।’
কেমন কোচ হতে চান সেটাও জানিয়েছেন পর্তুগিজ ফুটবলের যুবরাজ, ‘আমি যদি কোচ হই, আমি হবো প্রেরণাদায়ক। একজন কোচকে অবশ্যই তার প্যাশন এবং প্রতিভাকে হস্তান্তর করতে হবে। যেমন, আমি মজা করতে পছন্দ করি। এছাড়া ড্রিবল, শুট, গোল করা এসব আমার দলের সঙ্গে শেয়ার করতে হবে।’
রোনালদোর কাছে তার বর্তমান ক্লাব জুভেন্টাস ইতালির সেরা। এখানে তিনি ভালোই আছেন। তিনি বলেন, ‘আমি জুভেন্টাসের সবকিছুই পছন্দ করি। তাদের কালচার ভালো আর এই ক্লাব ইতালির সেরা। তাদের গল্পটা অসাধারণ। আমি এখানে সুখে আছি। আমি এখানে আরও শিরোপা জিততে চাই।’
বিডি প্রতিদিন/ ওয়াসিফ