সাভারে চতুর্থ বসুন্ধরা ওপেন গলফ টুর্নামেন্ট শুরু হয়েছে। বসুন্ধরা গ্রুপের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ প্রফেশনাল গলফারস অ্যাসোসিয়েশন (বিপিজিএ) এ টুর্নামেন্টের আয়োজন করেছে।
রবিবার সকাল থেকে সাভার গলফ ক্লাবে টি নম্বর ১-এ খেলা শুরু হয়। টুর্নামেন্টটি চলবে ২০২০ সালের ১ জানুয়ারি পর্যন্ত।
এ খেলায় অংশগ্রহণ করছেন বাংলাদেশ গলফার অ্যাসোসিয়েশন এর যুগ্ম সাধারণ সম্পাদক (অব.) গোলাম মোরশেদ পিএসসি ও এমেচার হিসেবে খেলবেন সাভার গলফ ক্লাবের সিইও (অব.) মেজর আহাদ।
এছাড়া সাভার গলফ ক্লাবের ইসমাইল, মজনু ও কুর্মিটোলা গলফ ক্লাবের দুলাল, সজিব, আকবর, নাজিমসহ ১০৪ জন রয়েছেন। চার রাউন্ডের খেলায় ৮৩ জন পেশাদার ১৬ জন অ্যামেচার এবং সেনাবাহিনীর ৪ জন লেডি গলফারসহ ১০৪ জন অংশ নিচ্ছেন।
বিডি প্রতিদিন/হিমেল