অস্ট্রেলিয়ান ওপেন ও এটিপি টুর থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন ব্রিটিশ তারকা অ্যান্ডি মারে। তিনি বলেছেন, 'আগামী জানুয়ারি আমি অস্ট্রেলিয়াতে খেলছি না। অস্ট্রেলিয়ান ওপেনের পর আমি আর কখনো খেলায় নামতে পারবো কী নি আমি সে বিষয়ে নিশ্চিত নই।'
চলতি বছরে সংবাদ সম্মেলনে অবসরের ঘোষণা দিতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েছিলেন মারে। সেসময় তিনি উইম্বলডনের পর খেলা থেকে অবসর নেবেন বলে জানিয়েছিলেন। কিন্তু অসুস্ততার কারণে এখন অস্ট্রেলিয়াতেই যাওয়া হচ্ছে না মারের।
মারে আরও বলেন, অস্ট্রেলিয়ার খেলায় ফেরার এবং নিজের সেরাটা দেয়ার বিষয়ে আমি খুবই রোমাঞ্চিত ছিলাম। না খেলতে পারাটা আমার জন্য খুবই হতাশাজনক। কোর্টে নামার আগে আমাকে আমার সমস্যা নিয়ে কাজ করতে হবে।
বিডি প্রতিদিন/ফারজানা