'নিষিদ্ধ' শব্দটা যেন পাকিস্তানি অলরাউন্ডার হাফিজের পিছু ছাড়তে নারাজ। এবার আর জাতীয় দল থেকে নয়, নিষিদ্ধ করল ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।
গত ৩০ আগস্ট মিডলসেক্সের হয়ে টনটনে সমারসেটের বিপক্ষে খেলেন ৩৯ বছর বয়সী এই অলরাউন্ডার। ভিটালিটি ব্লাস্ট টুর্নামেন্টে প্রোটিয়া ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্সের বদলি হিসেবে মোহাম্মদ হাফিজকে দলে নিয়েছিল মিডলসেক্স।
ওই ম্যাচে হাফিজের বোলিং একশন সন্দেহজনক হলে আম্পায়ার সেটি রিপোর্ট করেছিলেন। এরপর লাফবরো বিশ্ববিদ্যালয়ে বোলিং একশনের পরীক্ষা দিয়ে উৎরাতে পারেননি ঠিকঠাক। পরীক্ষার মাঠে বোলিং ডেলিভারি একশনে ১৫ ডিগ্রির বেশি বাক নিয়েছিল কনুই।
গতকাল মঙ্গলবার লর্ডসে শুনানির পর মোহাম্মদ হাফিজকে নিষিদ্ধের ঘোষণা দেয় ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেট। তবে অ্যাকশন শুধরে আবারও বল করতে পারবেন তিনি। তবে নিজেকে প্রমাণের জন্য আবারও পরীক্ষা দিতে প্রস্তত বলে জানিয়েছেন হাফিজ।
‘পরীক্ষিত একজন স্পিনার হিসেবে আমি এই দায় মেনে নিলেও ইসিবির নিয়ম অনুযায়ী আইসিসি অনুমোদিত সেন্টারে স্বাধীনভাবে (বোলিং অ্যাকশন) বিশ্লেষণের জন্য আমি প্রস্তুত।’
বিডি প্রতিদিন/আরাফাত