বৃহস্পতিবার থেকে বক্সিং-ডে টেস্টের মধ্যদিয়ে চার ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি খেলতে নামবে দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ড। যেখানে দীর্ঘ ইনজুরি থেকে ফিরে ইংল্যান্ড দলে যুক্ত হয়েছেন জেমস অ্যান্ডারসন। আর এই টেস্টে খেলতে নামলেই নিজের নামের পাশে দারুণ এক কীর্তি লিখবেন ইংলিশ ফাস্ট বোলার অ্যান্ডারসন।
সেঞ্চুরিয়নের এই টেস্টে নিজের ক্যারিয়ারের ১৫০তম ম্যাচ খেলবেন ডানহাতি অ্যান্ডারসন। সেই সঙ্গে তিনি টেস্ট ক্রিকেটারদের এলিট ক্লাবে যোগ দেবেন। যে তালিকায় নাম রয়েছে শচীন টেন্ডুলকার, স্টিভ ওয়াহ ও জ্যাক ক্যালিসদের মতো তারকাদের।
সাদা পোশাকের ইতিহাসে নবম ক্রিকেটার হিসেবে ১৫০ টেস্ট খেলবেন অ্যান্ডারসন। আর অ্যালিস্টার কুকের পর দ্বিতীয় ইংলিশ হিসেবে এই মাইলফলকে পা রাখবেন তিনি।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ