ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটেও পাকিস্তানি অলরাউন্ডার মোহাম্মদ হাফিজের বোলিং অ্যাকশনকে অবৈধ বলা হয়েছে। যে কারণে গতকাল মঙ্গলবার ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্টে বোলিং থেকে নির্বাসিত করা হয় তাকে। মূল্যায়নের পরে তার বোলিং অ্যাকশন আবার অবৈধ প্রমাণিত হয়েছে।
ইএসপিএন ক্রিকইনফো-এর একটি প্রতিবেদনে বলা হয়েছে, ৩০ আগস্ট সামারসেট ও মিডলসেক্সের মধ্যে ভাইটালিটি ব্লাস্ট (টি-২০) ম্যাচ চলাকালীন অফস্পিনার হাফিজের বোলিং পদক্ষেপ অবৈধ বলে প্রমাণিত হয়। অন-ফিল্ড আম্পায়াররা হাফিজের এই বোলিং অ্যাকশনের বিরুদ্ধে রিপোর্ট করেছিলেন।
উল্লেখ্য, এটাই প্রথম নয় এর আগেও একাধিকবার হাফিজের বিরুদ্ধে অবৈধ বোলিং অ্যাকশনের অভিযোগ উঠেছে। এবারের মূল্যায়ণের ফলাফলে বলা হয়েছে যে তার বোলিংয়ের জন্য কনুইয়ের বর্ধিতাঞ্চল ১৫ ডিগ্রি সহনীয়তার সীমা ছাড়িয়ে গেছে। মঙ্গলবার তাকে ইসিবির প্রতিযোগিতায় বোলিং করা থেকে সাময়িক নির্বাসন করা হয়।
বিডি-প্রতিদিন/শফিক