পল পগবাকে বিশ্বসেরা মিডফিল্ডার বললেন ম্যানচেস্টার ইউনাইটেডের ম্যানেজার ওয়ে গুন্নার সোলসার। বিশ্বজয়ী ফরাসি তারকা গোড়ালির চোটের জন্য দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন। সেপ্টেম্বরের পরে প্রথম পরিবর্ত হিসেবে রবিবার খেলেন ওয়াটফোর্ডের বিরুদ্ধে। যে ম্যাচ ০-২ হারে ম্যান ইউ।
ইপিএল টেবলে আট নম্বরে থাকা ম্যানইউ বৃহস্পতিবার খেলবে নিউক্যাসলের বিপক্ষে। সোলসার সম্ভবত ম্যাচে প্রথম থেকে খেলাবেন পগবাকে। ‘‘দেখা যাক, ম্যাচের আগে পল কতটা সুস্থ থাকে। ওয়াটফোর্ডের বিরুদ্ধে পরে নেমেও ভাল খেলেছে। ও থাকলে শক্তি অনেক বেড়ে যায়। আশা করছি, নিউক্যাসলের বিরুদ্ধে শুরু থেকে ওকে পাব,’’ বলেন সোলসার।
পগবার প্রশংসায় পঞ্চমুখ ম্যানইউ ম্যানেজারের আরও কথা, ‘‘পল মাঝমাঠ জুড়ে খেলে। নিজের বক্স থেকে বিপক্ষের বক্স পর্যন্ত ঘোরাফেরা। অসাধারণ পাসও বাড়ায়।’’ যোগ করেন, ‘‘এটাই পলের খেলার সৌন্দর্য। এই জন্যই ও বিশ্বসেরা ‘অল-রাউন্ড’ মিডফিল্ডার।’’ শোনা যাচ্ছে, জানুয়ারির দলবদলে ফরাসি তারকাকে নিতে আগ্রহী রিয়াল মাদ্রিদ ও জুভেন্টাস। কিন্তু সোলসার পরিষ্কার জানিয়েছেন, কোনও অবস্থায় তাঁরা পগবাকে বিক্রি করবেন না।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ