হাঁটুতে গুরুতর চোটের কারণে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজে ছিটকে গিয়েছিলেন শিখর ধাওয়ান। সুস্থ হয়ে তিনি আবার ক্রিকেটে ফিরেছেন। রনজিতে হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচে দিল্লির জার্সিতে নামছেন ধাওয়ান। সেখান থেকেই ভারতীয় দলে প্রত্যাবর্তনের লড়াইটা শুরু করতে চাইছেন এই ওপেনার।
মঙ্গলবার এ প্রসঙ্গে ধাওয়ান বলেন, ‘আমার কাছে এটা আবার নতুন শুরু। বছরের শুরুতে আঙুলে চোট পেয়েছিলাম। তারপর ঘাড় এবং চোখ। এবার হাঁটু। যদিও খেলোয়াড়দের কাছে চোট–আঘাতটা স্বাভাবিক ব্যাপার। এটায় কারোর কোনও নিয়ন্ত্রণ নেই। সুতরাং সেটাকে মেনে নিতেই হয়। তবে এসব কখনওই আমার ক্রিকেটকে প্রভাবিত করতে পারেনি। কীভাবে ব্যাট করতে হয় সেটা আমি ভুলে যাইনি। বিশ্বাস করি আমার দক্ষতার বিষয়টা চিরস্থায়ী। তাই রান করবই।’
তাঁর অনুপস্থিতিতে লোকেশ রাহুলের সঙ্গে রোহিত শর্মার জুটি চূড়ান্ত সফল। আবার শ্রীলঙ্কার বিরুদ্ধে আসন্ন টি-টোয়েন্টি সিরিজে রোহিতকে বিশ্রাম দিয়ে তাঁকে দলে নেওয়া হয়েছে। বিষয়টা যে তাঁদের তিনজনের কাছেই চ্যালেঞ্জের, তা স্বীকার করে নিয়েছেন ধাওয়ান। তাঁর কথায়, ‘এই সিরিজটা নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। এখানে ভাল পারফর্ম করতে চাই। তারপর বাকিটা নির্বাচকদের মাথাব্যথা।’
বিডি প্রতিদিন/ ওয়াসিফ