নিলাম শেষ। আর হাতে গোনা কয়েক দিন পরেই শুরু হতে চলেছে আইপিএল। তবে এই আইপিএল'র নিলাম পর্বেই রহস্যময়ী এক নারীর সন্ধান পেলেন নেটিজেনরা। আর এরপর তাকে নিয়ে রীতিমতো হইচই শুরু হয়ে গেছে সোশ্যাল মিডিয়ায়।
এবারের এই নারীর সন্ধান মিলল সানরাইজার্স হায়দরাবাদের বুকিং টেবিল থেকে। মেন্টর মুত্তিয়া মুরালিধরন এবং ভিভিএস লক্ষণ, ট্রেভর বেলিসদের পাশেই দেখা গিয়েছিল তাকে।
এই নারীর নাম কাভিয়া মারান। সানরাইজার্স হায়দরাবাদের মালিক কালানিথি মারানের কন্যা হলেন কাভিয়া। কাভিয়ার বয়স মাত্র ২৭ বছর। এই বছরেরই প্রথমে সান টিভি নেটওয়ার্কের বোর্ড অফ ডিরেক্টরসদের মিটিংয়ে দেখা গিয়েছিল ২৭ বছরের কাভিয়াকে।
চেন্নাইতে মারানের জন্ম। স্টেলা মারিস কলেজ থেকে বি.কম গ্র্যাজুয়েট হয়েছিলেন তিনি। গ্র্যাজুয়েশনের পর নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ের লিওনার্ড এন স্টার্ন স্কুল অফ বিজনেস থেকে এমবিএ পাশ করেন কাভিয়া।
পড়াশোনা পর্বে ইতি টানার পরই বাবার ব্যবসায় যোগ দেন তিনি। সান টিভি গ্রুপের আইপিএল দল সানরাইজার্স হায়দরাবাদকে সময় দিতে শুরু করে দেন তিনি।
বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ