বক্সিং ডে টেস্টে নামার আগেও প্যাট কামিন্সের মাথায় ঘুরছে আইপিএল। আইসিসি-র টেস্ট ব়্যাংকিংয়ে এই মুহূর্তে শীর্ষে থাকা বোলার কামিন্সকে ২০২০ আইপিএল নিলামে সাড়ে ১৫ কোটি রুপি দিয়ে কিনেছে কলকাতা নাইট রাইডার্স। আইপিএল-এর ইতিহাসে কোনও বিদেশি ক্রিকেটারের এইটাই সর্বোচ্চ দাম। খবর কলকাতা ২৪x৭ এর।
বৃহস্পতিবার নিলামে বসেছিল আইপিএলে দু’বারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সের হোমটাউন কলকাতায়। প্রথমবার নিলামেই ইতিহাস গড়ল রেড চিলিজ এন্টারটেইনমেন্ট ও মেহতা গ্রুপের এই ফ্র্যাঞ্চাইজি। কামিন্সকে নিতে প্রথমে মরিয়া ছিল দিল্লি ক্যাপিটালস ও আরসিবি। কিন্তু হঠাৎই মাঠে নেমে বাজিমাত করে কেকেআর।
মেলবোর্নে বক্সিং ডে টেস্টের আগে অজি পেসার বলেন, ‘চেষ্টা করবে সেরাটা দিতে। দলে অনেকে ভালো খেলোয়াড় রয়েছে। আমি এখনও ক্রিকেটটা খেলি, কারণ এটা ভালোবাসি। আমার সঙ্গে যা হয়েছে, তাতে আমি নিজেকে ভাগ্যবান মনে করছি।’ কিন্তু আইপিএল-এর বিপুল অর্থ দিয়ে কী করবেন কামিন্স? উত্তরে অজি পেসারের উত্তর, ‘আমার বান্ধবী প্রথমেই বলেছে, আমরা এই টাকা দিয়ে আরও এক জোড়া খেলনা কুকুর কিনতে পারি।’
২০১৭ নিলামে ১৪.৫ কোটি টাকায় রাইজিং পুনে সুপারজায়ান্টের জালে ধরা দিয়েছিলেন বেন স্টোকস। ইংরেজ অল-রাউন্ডারের সেই রেকর্ড ছাপিয়ে সবচেয়ে দামি বিদেশি ক্রিকেটার হিসেবে প্যাট কামিন্সকে ঘরে তুলে ইতিহাস গড়ল নাইট রাইডার্স। বিদেশি ক্রিকেটার হিসেবে আইপিএল ইতিহাসে সর্বাধিক দামে বিক্রিত হলেও সব মিলিয়ে কামিন্স রয়েছেন দ্বিতীয়স্থানে। ১৬ কোটি টাকায় ২০১৫ দিল্লি ডেয়ারডেভিলসে বিক্রি হওয়া যুবরাজ সিং এখনও পর্যন্ত আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি ক্রিকেটার।
বিডি-প্রতিদিন/শফিক