নিজ দেশ সুইডেনেই ভাঙচুর করা হলো জ্লাতান ইব্রাহিমোভিচের মূতি। বিক্ষুব্ধরা কেটে নিয়েছে তার সাবেক ক্লাব মালমো স্টেডিয়ামের পাশে গড়া মূর্তির নাক।
২০ বছর সুইডিশ ক্লাব মালমোর হয়ে পেশাদারি ফুটবল ক্যারিয়ার শুরু করেন ইব্রা। তার সম্মানে মালমো এফসি তাদের স্টেডিয়ামের পাশে একটি মূর্তিও গড়ে তার। কিন্তু ৩৮ বছর বয়সী স্ট্রাইকার মালমোর প্রতিপক্ষ ক্লাবে অর্থ বিনিয়োগ করে। এমন খবর শুনে ফুঁসে ওঠে তার ভক্ত-সমর্থকরা।
নাক কেটে নেওয়ার ঘটনায় ইব্রার মূর্তি গড়া শিল্পী বিক্ষুব্ধকারীদের বিপক্ষে আদলতে মামলা করেছেন।
উল্লেখ্য, এর আগেও একবার ইব্রার মূর্তি ভাঙচুর করার পাশাপাশি আগুন ধরিয়ে দিয়েছিল মালমো সমর্থকরা। এবার কেটে নিল নাক।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ