ফরাসি ক্লাব ফুটবলের সবচেয়ে জনপ্রিয় ও কার্যকর জুটি নেইমার ও এমবাপ্পে। ২০১৭ সালে বার্সা থেকে নেইমারকে ট্রান্সফার ফি’র বিশ্বরেকর্ড গড়ে পিএসজিতে আনার পর থেকে দুজনে মিলে গড়ে তুলেছেন বিশ্বের অন্যতম ভয়ঙ্কর আক্রমণভাগ। মাঠের বাইরেও দুজনের সম্পর্ক দারুণ।
সম্প্রতি ‘ফ্রান্স ফুটবল’র সঙ্গে এক সাক্ষাৎকারে নেইমারের সঙ্গে সম্পর্ক নিয়ে এমবাপ্পে বলেন, ‘আমি যখন (পিএসজিতে) আসি, কোনো বিতর্ক ছিল না। সে (নেইমার) ছিল সুপারস্টার। সে বিশ্বকাপে হেরে গেল আর আমি জিতে গেলাম। এরপর থেকেই অনেকে আমাদের দুজনের মধ্যে প্রতিদ্বন্দ্বিতার গন্ধ খুঁজতে শুরু করে। আমি ওসব পড়ে অবাক হতাম, ফলে যখন সে ছুটি কাটিয়ে ফিরলো, আমি দেখা করতে গেলাম।’
এমবাপ্পে বলতে থাকেন, “আমি তাকে বললাম ‘তুমি বিশ্বকাপে ভালো করতে পারো নি... এবং এটা আমাদের জন্য ভালো হয়েছে। এখানে কোনো চিন্তা নেই, আমি তোমার জায়গা দখল করব না। আমি ব্যালন ডি’অর জেতার জন্য চেষ্টা করব, কারণ তুমি এবার এটা জিততে পারবে না। কিন্তু আমি তোমাকে নিশ্চিত করতে চাই আমি তোমার জায়গা চাই না। তুমি এটা রেখে দিতে পারো। আমি এখানে তোমাকে সহায়তা করতে এসেছি’।”
বিডি প্রতিদিন/ ওয়াসিফ