টেস্ট ক্রিকেটে বিশ্বের এক নম্বর উইকেটশিকারি হিসেবে এই বছরটা শেষ করলেনে মোহাম্মদ শামি। পাশাপাশি সুনীল গাভাস্কারের মতো কিংবদন্তি ক্রিকেটারের কাছ থেকে পেয়ে গেলেন বড় প্রশংসাও। গাভাস্কার বলে দিলেন, শামিকে দেখে তাঁর ম্যালকম মার্শালের কথা মনে পড়ে যাচ্ছে।
রবিবার কটকে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের তৃতীয় ওয়ান ডে ম্যাচ চলাকালীন গাভাস্কারের মুখে শোনা গেল শামির প্রশংসা। ভারতের কিংবদন্তি ওপেনার বলে দিলেন, শামিকে দেখলে তাঁর প্রয়াত ম্যালকম মার্শালের কথা মনে পড়ে যায়। ওয়েস্ট ইন্ডিজের ইনিংস চলার সময় গাভাস্কারকে প্রশ্ন করা হয়, আপনার প্রিয় ভারতীয় ফাস্ট বোলার কে? গাভাস্কার মুখে শামির নাম শোনা যায়। ভারতের প্রাক্তন অধিনায়ক এও বলেন, ‘‘শামিকে দেখে আমার ম্যালকম মার্শালের কথা মনে পড়ে যাচ্ছে। যে মার্শালের কথা মনে পড়লে এখনও আমি গভীর ঘুম থেকে জেগে উঠি।’’
ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ফাস্ট বোলার মার্শাল মাত্র ৪১ বছর বয়সে মারা গিয়েছিলেন।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ