লাজিওর বিপক্ষে ৩-১ গোলে হেরে ইতালিয়ান সুপারকাপের শিরোপা হাতছাড়া করে রানার্সআপ মেডেল গলায় পরেই খুলে ফেলতে দেখা গেছে ক্রিশ্চিয়ানো রোনালদোকে।
সৌদি আরবে অনুষ্ঠিত এই ফাইনালে সিআর-৭ পুরো ৯০ মিনিটই মাঠে ছিলেন। আক্রমণভাগে খেলেছেন গনজালো হিগুয়েনের সঙ্গে।
ডেইলি মেইল জানিয়েছে, ম্যাচ শেষ হতে হতেই রেগে যেতে থাকেন রোনালদো। রাগের চূড়ান্ত বহিঃপ্রকাশ ঘটান পুরস্কার বিতরণী অনুষ্ঠানে; মেডেল কয়েক সেকেন্ড গলায় রেখেই খুলে ফেলেন। সেখান থেকে সোজা ড্রেসিংরুমে।
২০১৩ সালের পর এই প্রথম কোনও কাপ ফাইনালে হারলেন রোনালদো। সেবার অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে কোপা ডেল রে’র ফাইনালে হেরে যায় রিয়াল মাদ্রিদ।
জুভেন্টাসে আসার পর এই মৌসুমে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি রোনালদো। বেশ কয়েকটি ম্যাচে বদলি হিসেবে খেলতে হয়েছে তাকে। এই ফাইনালেও ছিলেন নিজের ছায়া হয়ে।
রিয়ালের হয়ে একমাত্র গোলটি করেন পাওলো দিবালা।
বিডি প্রতিদিন/কালাম