আত্মবিশ্বাসে ভরপুর ম্যানচেস্টার ইউনাইটেড মুখ থুবড়ে পড়েছে প্রিমিয়ার লিগের একেবারে তলানির দল ওয়াটফোর্ডের মাঠে। দ্য হর্নেটদের বিপক্ষে ২-০ গোলে হেরে বড় দিনের ছুটিতে যেতে হচ্ছে ওলে গানার সুলশারের শিষ্যদের।
রবিবার প্রথমার্ধে চেষ্টা সত্ত্বেও গোলশূন্য ব্যবধান নিয়ে বিরতিতে যায় দু’দল। দ্বিতীয়ার্ধে সাংঘাতিক এক ভুল করে বসেন ইউনাইটেড গোলরক্ষক ডেভিড ডি গিয়া। ৫০ মিনিটে কাবাসেলের কাছ থেকে বল পেয়ে ভলি নেন ওয়াটফোর্ড সেনেগালিজ ফরোয়ার্ড ইসমাইলা সার। কিন্তু ওড়ে আসা সহজ বল গ্লাভসবন্দী করতে গিয়ে ভুল করে ফেলেন স্প্যানিশ গোলরক্ষক। তার হাতের ফাঁক গলে মাথার ওপর দিয়ে বল জড়ায় ইউনাইটেডের জালে।
এগিয়ে যাওয়ার চার মিনিট পরই আরেকটি ভুল করে সুলশারের শিষ্যরা। ডি-বক্সের ভেতর সারকে বাধা দেওয়ার পেনাল্টি পায় ওয়াটফোর্ড। স্পট-কিক থেকে শট নিয়ে ডি-গিয়াকে পরাস্ত করেন ট্রয় ডিনি।
এরপর সমতায় ফিরতে ম্যাসন গ্রিনউড ও পগবাকে মাঠে নামায় কোচ সুলশার। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। রেড ডেভিলদের গোল শোধ করতে দেয়নি ওয়াটফোর্ট।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ