ভারতের ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি ক্রিকেট লিগ আইপিএলের ১৩তম আসরের নিলামে কোনো দলই বাংলাদেশ জাতীয় দলের অভিজ্ঞ উইকেটরক্ষক-ব্যাটসম্যান মুশফিকুর রহিমকে কেনার আগ্রহ দেখায়নি। এমনটা যে হবে তা আগে থেকেই বুঝতে পারছিলেন তিনি। তবে এ নিয়ে কোনো আক্ষেপ নেই মুশফিকের।
ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর থেকেই দারুণ ব্যাট করেছেন মুশফিক। শ্রীলঙ্কায় ত্রিদেশীয় সিরিজ, সবশেষ ভারতের মাটিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মুশফিকের পারফরম্যান্স চোখে পড়েছে আইপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলোর। আর চলমান বিপিএলে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে আছেন মুশি। নিলামের আগে নিজের সবশেষ ম্যাচে করেছেন ৯৬ রান। রাজশাহী রয়্যালসের বিপক্ষে তার ৫১ বলের ইনিংসে ছিল ৯টি চার আর ৪টি ছক্কার মার।
শনিবার বিকেলে চট্টগ্রামের জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামে সিলেট থান্ডার এবং খুলনা টাইগার্সের মধ্যকার ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে হাজির হয়ে আইপিএল নিয়ে সংবাদিকদের প্রশ্নের জবাবে মুশফিক বলেন, ‘আমি প্রথমে রেজিস্ট্রেশন করতে চাইনি। আমি জানি যে ওরা আমাকে নেবে না। তারা যখন অনুরোধ করেছে তখন ভাবলাম হয়তো কোনো একটা সুযোগ থাকতে পারে।’
মুশফিক আরও বলেন, ‘হলে হবে, না হলে নাই। দেশের হয়ে খেলতে পারছি সেটাই আমার জন্য অনেক গর্বের বিষয়। এখন বিপিএল চলছে সেটা নিয়ে মনোযোগ দিতে চাই।’
বিডি প্রতিদিন/ ওয়াসিফ