ভারতীয় পেস আক্রমণই এই মুহূর্তে বিশ্বের সেরা- এমনটাই মনে করেন দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞ পেসার ডেল স্টেইন।
গত বৃহস্পতিবারই কলকাতায় আইপিএলের নিলামে স্টেইনকে কিনেছে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। সোশ্যাল মিডিয়ায় দক্ষিণ আফ্রিকার পেসারের কাছে ক্রিকেটপ্রেমীরা জানতে চেয়েছিলেন, এই মুহূর্তে কোন দলের বোলিং লাইন-আপ বিশ্বের সেরা। স্টেন বেছে নিয়েছেন ভারতীয় পেসারদেরই।
তাঁর মতে, যশপ্রীত বুমরাহ, ইশান্ত শর্মা, মোহাম্মদ শামি, ভুবনেশ্বর কুমার ও উমেশ যাদব এই মুহূর্তে বিশ্বসেরা। বলেছেন, ‘‘ভারতীয় পেসাররা দু’বছর ধরে অবিশ্বাস্য ফর্মে রয়েছে। শামি-বুমরাহদের জন্যই বিরাট কোহলির নেতৃত্বে ভারতীয় দল আইসিসি র্যাঙ্কিংয়ে শীর্ষ স্থান দখলে রাখতে সফল হয়েছে।’’
বিডি প্রতিদিন/ ওয়াসিফ