শ্রীলঙ্কার বিরুদ্ধে করাচি টেস্টে সেঞ্চুরি করার মধ্য দিয়ে ইতিহাস গড়েছেন পাকিস্তানের ওপেনার আবিদ আলি। এর আগে, রাওয়ালাপিণ্ডি টেস্টেও সেঞ্চুরির দেখা পান তিনি। আর এর মধ্য দিয়ে পাকিস্তানের প্রথম খেলোয়াড় হিসেবে ক্যারিয়ারের প্রথম দু’টেস্টেই সেঞ্চুরি করলেন আবিদ, যা বিশ্ব ক্রিকেট ইতিহাসে নবম।
করাচি টেস্টের দ্বিতীয় ইনিংসে উদ্বোধনী জুটিতে শান মাসুদের সঙ্গে ২৭৮ রানের জুটি গড়েন আবিদ আলি, যা শ্রীলংকার বিপক্ষে প্রথম উইকেট জুটিতে সর্বোচ্চ রান। ভেঙে যায় ২০ বছরের পুরনো রেকর্ড। ১৯৯৯ সালে লাহোরে উদ্বোধনী জুটিতে ১৫৬ রান করেছিলেন শহিদ আফ্রিদি ও ওয়াজাতুল্লাহ ওয়াস্তি। সব মিলিয়ে পাকিস্তানের পক্ষে উদ্বোধনী জুটিতে মাসুদ-আবিদের এই রান দ্বিতীয় সর্বোচ্চ। ৭টি চার ও ৩টি ছক্কায় ১৯৮ বলে ১৩৫ রান করে মাসুদ থামলেও নিজের ইনিংস বড় করেছেন আবিদ। আউট হওয়ার আগে ২১টি চার ও ১টি ছক্কায় ২৮১ বলে করেন ১৭৪ রান।
এর আগে, ১৯৮৪ সালের ডিসেম্বরে নিজ মাঠে ইংল্যান্ডের বিপক্ষে অভিষেক হওয়ার পর নিজের প্রথম তিন টেস্টেই সেঞ্চুরি হাঁকিয়েছিলেন ভারতের সাবেক অধিনায়ক আজহারউদ্দিন।
নিজের প্রথম দুই টেস্টেই সেঞ্চুরি করা অন্য খেলোয়াড়রা হলেন অস্ট্রেলিয়ার উইলিয়াম পন্সফর্ড, ডগ ওয়াল্টার্স এবং গ্রেগ ব্লিওয়েট, ভারতের সৌরভ গাঙ্গুলি ও রোহিত শর্মা, ওয়েস্ট ইন্ডিজের আলভিন কালিচরন এবং নিউজিল্যান্ডের জিমি নিশাম।
বিডি-প্রতিদিন/মাহবুব