বাবার পথ অনুসরণ করে ধুন্ধুমার ব্যাটিং করে শিরোনামে উঠে এলেন ভারতের সাবেক অধিনায়ক রাহুল দ্রাবিড়ের ছেলে সামিত দ্রাবিড়। কর্নাটক স্ট্রেট ক্রিকেট অ্যাসোসিয়েশনের অনূর্ধ্ব-১৪ ইন্টার-জোনাল টুর্নামেন্টে ডাবল সেঞ্চুরি করেছে সে।
সম্প্রতি কলকাতায় ধারওয়াড জোনের বিরুদ্ধে ভাইস-প্রেসিডেন্ট একাদশের হয়ে ২০১ রানের এই অনবদ্য ইনিংস খেলেন দ্রাবিড়পুত্র। ২২টি বাউন্ডারিতে সাজানো ছিল তার ইনিংস। পরে দ্বিতীয় ইনিংসে ৯৪ রানের অপরাজিত ইনিংস খেলে সামিত। এখানেই শেষ নয়, বল হাতে ৩ উইকেটও নিয়েছে দ্রাবিড়পুত্র। তবে এতকিছুর পরও জয় নিয়ে মাঠ ছাড়া হয়নি সামিতের দল ভাইস-প্রেসিডেন্ট একাদশের। ম্যাচটি শেষ পর্যন্ত ড্র হয়েছে।
এর আগে, ২০১৫ সালে মাত্র ৯ বছর বয়সে অনূর্ধ্ব-১২ গোপালান ক্রিকেট চ্যালেঞ্জে সেরা ব্যাটসম্যান নির্বাচিত হয়েছিল সামিত। তারপর ২০১৬ সালে ফ্র্যাঙ্ক অ্যান্থনি পাবলিক স্কুলের হয়ে সেঞ্চুরি করেছিল দ্রাবিড়-পুত্র। গত বছর বাবার জন্মদিনে ১৫০ রানের ইনিংস খেলেছিল সামিত।
এবার সামিত শুধু ডাবল সেঞ্চুরি করেই থেমে থাকেনি। সঙ্গে তুলে নিয়েছে তিনটি উইকেট। অলরাউন্ড পারফরম্যান্সে যে সবাইকে চমকে দিয়েছে সামিত দ্রাবিড়।
বিডি-প্রতিদিন/মাহবুব