নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে উত্তাল গোটা ভারত। নিজের ইনস্টাগ্রামে ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ডের (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলির মেয়ে সানা নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে একটি পোস্ট করেন। যা নিয়ে রীতিমতো হইচই পড়ে যায় সোশ্যাল মিডিয়ায়।
এবার নাগরিকত্ব বিল নিয়ে মুখ খুললেন প্রিন্স অব ক্যালকাটা সৌরভ। যদিও অতি সাবধানী থেকে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে একটি শব্দও উচ্চারণ করেননি সৌরভ। বরং দেশবাসীকে শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছেন তিনি। তার মতে, শান্তিপূর্ণ বিক্ষোভ বা প্রতিবাদ দেখানোই বাঞ্ছনীয়। এতেই দেশের মঙ্গল।
ভারতের সাবেক অধিনায়ক সৌরভ বলেন, সংশোধিত নাগরিকত্ব আইন সম্বন্ধে গভীরভাবে কিছুই জানি না। তাই বিষয়টি নিয়ে কিছু বলার সাহস দেখাব না। তবে আমার মতে, শান্তিপূর্ণ প্রতিবাদ সম্ভব। এ মুহূর্তে দেশে শান্তি-সম্প্রীতির অতি প্রয়োজন। ফলে বিক্ষোভকারীদের উদ্দেশে আমার অনুরোধ, যা-ই করুন শান্তি বজায় রেখে করুন।
এর আগে মেয়ে সানা প্রসঙ্গে তিনি টুইটারে লিখেন, ‘‘ওকে এসবে জড়াবেন না, রাজনীতি বোঝার বয়স ওর হয়নি।’’ পোস্টটি মিথ্যে বলেও দাবি করেন সৌরভ গাঙ্গুলি। টুইটটি শেয়ার করার পরেই আসতে থাকে পাল্টা মত।
মেয়ের বিতর্কিত পোস্টের আঁচ যাতে সানা বা অন্য কারো গায়ে না লাগে সেজন্যই সম্ভবত মুখ খুলতে বাধ্য হলেন সৌরভ। তার মুখ খোলাকে তাই সেই আলোচনার ওপর নতুন ঢাকনা বলে মনে করছেন সোশ্যাল অ্যাক্টিভিস্টরা।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন