গোড়ালির চোটের জন্য এই মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সিতে মাত্র ৬ ম্যাচ খেলতে পেরেছেন ফরাসি তারকা পল পগবা। তিনি ক্লাবের হয়ে শেষ ম্যাচ খেলেন ৩০ সেপ্টেম্বর। শোনা যাচ্ছিল, পগবাকে বিক্রি করে ‘রেড ডেভিলস’ কিনতে পারে রেড বুলসের স্ট্রাইকার এর্লিং হাল্যান্ডকে।
তবে জানুয়ারির দলবদলে ম্যানচেস্টার ইউনাইটেডের পগবাকে বিক্রি করে দেওয়ার সম্ভাবনা উড়িয়ে দিলেন ওয়ে গুন্নার সোলসার।
ম্যানইউ ম্যানেজার সোলসার জানিয়েছেন, পগবা অনুশীলনে ফিরেছেন। এ’বছরের শেষেই ফরাসি মিডফিল্ডারকে আবার খেলতে দেখা যাবে। রবিবার ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যান ইউ খেলবে ওয়াটফোর্ডের বিরুদ্ধে। এই ম্যাচে পগবার খেলার সম্ভাবনা না থাকলেও সোলসার বলেছেন, ‘‘কোনভাবেই পলকে জানুয়ারিতে বিক্রি করে দেওয়া হবে না। আশা করি, এ বছরই ও মাঠে ফিরবে। এখন দেখা যাক, এই কয়েকদিনের অনুশীলনে ও নিজে কতটা স্বচ্ছন্দ বোধ করে। আমি কোনভাবেই পলকে নিয়ে তাড়াহুড়ো করতে চাই না। শুধু ও একশো শতাংশ সুস্থ হওয়ার জন্য অপেক্ষা করে আছি।’’
এখানেই থামেননি ম্যানইউ ম্যানেজার। সোলসার আরও বলেছেন, ‘‘ক্লাবে এতদিন যে কয়েকটা ম্যাচ খেলেছে তার সব কটিতেই পল রীতিমতো ভাল খেলেছে। ভাল করেই জানি যে, ও এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা ফুটবলার। ওকে শুধু আরও সুস্থ হওয়ার সময় দিতে হবে। একবার মাঠে ফিরলেই ও অন্য দলের সঙ্গে আমাদের পার্থক্য গড়ে দেবে।’’
বিডি প্রতিদিন/ ওয়াসিফ