এবার আইপিএল নিলামে ইউসুফ পাঠানের বেইস প্রাইস ছিল ১ কোটি রুপি। কিন্তু, নিলামে তাকে দলে নেওয়ার আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি। শেষ পর্যন্ত অবিক্রিতই থেকে যান ইউসুফ পাঠান।
২০২০ আইপিএলের নিলামে অবিক্রিত থেকে যাওয়ায় অবাকই হয়েছেন ইউসুফের ভাই ইরফান পাঠান।
ভাইকে সান্ত্বনা দিয়ে ইরফান টুইট করে বললেন, ‘এ রকম ছোটখাটো ধাক্কা দিয়ে তোমার দুর্দান্ত ক্যারিয়ারকে মাপলে কিন্তু ভুল করা হবে। ক্যারিয়ার জুড়ে তুমি দুরন্ত পারফর্ম করেছ। তুমি সত্যিকারের ম্যাচ উইনার। তোমাকে সব সময় ভালোবাসি লালা।’
রাজস্থান রয়্যালসের হাত ধরে আইপিএল যাত্রা শুরু হয়েছিল ইউসুফ পাঠানের। টুর্নামেন্টের প্রথম সংস্করণ জিতেছিল রাজস্থান। সেবার পাঠানের ব্যাট থেকে এসেছিল ৪৩৫ রান। ওই আইপিএলে ৮টি উইকেটও নিয়েছিলেন ইউসুফ।
অন্যদিকে, গত আসরে ১০টি ম্যাচ খেলেছিলেন তিনি। মাত্র ৪০ রান করেছিলেন, সর্বোচ্চ স্কোর ছিল অপরাজিত ১৬। পুরো আসরে মাত্র এক ওভার বল করেছিলেন।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ