পাকিস্তানের পেসার শাহীন শাহ আফ্রিদি টেস্ট ক্যারিয়ারে প্রথমবারের মতো পাঁচ উইকেট শিকার করেছেন।
শুক্রবার শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে ৫ উইকেট নেন তিনি। যদিও তার আগে মোহাম্মদ আব্বাসের সুযোগ ছিল ৫ উইকেট নেওয়ার।
প্রথম দিন মোহাম্মদ আব্বাস নিয়েছিলেন ২টি উইকেট, শাহীন শাহ আফ্রিদি ১টি। শুক্রবার আব্বাস আরও দুটি উইকেট নেন। তার সঙ্গে পাল্লা দিয়ে শাহীন শাহও নিচ্ছিলেন উইকেট। একটা সময় শাহীনের ছিল ৩ উইকেট, আব্বাসের ৪। এরপর ৮৬তম ওভারের তৃতীয় ও পঞ্চম বলে দিলরুয়ান পেরেরা ও লাহিরু কুমারাকে ফিরিয়ে ক্যারিয়ারের প্রথম পাঁচ উইকেট পকেটে পুড়েন শাহীন। তার আগে ধনঞ্জয়া ডি সিলভা, অ্যাঞ্জেলো ম্যাথুস ও ওসাদা ফার্নান্দোর উইকেট নিয়েছিলেন ১৯ বছর বয়সী এই পেসার।
গেল বছরের ডিসেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে শাহীন শাহ আফ্রিদির টেস্ট অভিষেক হয়। অভিষেকের পর এ পর্যন্ত তিনি ৬টি টেস্ট খেলেছেন। এর আগে দুইবার চার উইকেট নিয়েছেন। কিন্তু পাঁচ উইকেটের দেখা পাননি। অভিষেকের এক বছরের মাথায় ঘরের মাঠে পেলেন প্রথম পাঁচ উইকেট।
আফ্রিদির ৫, মোহাম্মদ আব্বাসের ৪ ও হারিস সোহেলের ১ উইকেট শিকারে শ্রীলঙ্কা অলআউট হয় ২৭১ রানে। পাকিস্তানের বিপক্ষে সফরকারীরা লিড পায় ৮০ রানের।
বিডি প্রতিদিন/কালাম