আইপিএলের ২০২০ আসরের নিলামে প্রথম দফায় মুশফিকুর রহিম ও মুস্তাফিজুর রহমানকে দলে নেয়নি কোন ফ্র্যাঞ্চাইজি। তবে এখানেই তাদের আইপিএল খেলার পথ শেষ হয়ে যায়নি। ভাগ্য ভালো হলে এখনও দল পাওয়ার সুযোগ আছে তাদের।
কারণ আইপিএল নিলামের নিয়ম অনুযায়ী, প্রথম দফায় অবিক্রিত হলেও চূড়ান্ত পর্বে আবারও নিলামে উঠবেন অবিক্রিতরা। সেক্ষেত্রে নিলামে অংশগ্রহণকারী দলগুলোর অবিক্রিত খেলোয়াড়দের প্রতি আগ্রহ থাকতে হবে। তাই দ্বিতীয় দফায় ফ্র্যাঞ্চাইজিগুলো নিজেদের পছন্দের খেলোয়াড়কে দলে ভেড়াতে পারে। তবে এক্ষেত্রে বর্তমান ভিত্তিমূল্য অর্ধেকে নেমে আসবে। অর্থাৎ নিলামের প্রথম দফায় মুশফিকের ভিত্তিমূল্য ছিল ৭৫ লাখ রুপি। তখন সেটি হবে সাড়ে ৩৭ লাখ। আর ১ কোটির ভিত্তিমূল্য মুস্তাফিজের হবে ৫০ লাখ রুপি।
বৃহস্পতিবার কলকাতায় অনুষ্ঠিত নিলামে বাংলাদেশের পাঁচ খেলোয়াড়ের নাম থাকলেও নিলামে ডাকা হয় কেবল মুশফিক-মুস্তাফিজকেই। অন্য তিনজন মাহমুদুল্লাহ রিয়াদ, সাব্বির রহমান এবং মোহাম্মদ সাইফউদ্দিনকে নিলামে ডাকেনি আইপিএল কর্তৃপক্ষ।
বিডি-প্রতিদিন/মাহবুব