মুসলিম উইঘুরদের নিয়ে টুইটারে পোস্ট করায় জার্মান ফুটবলার মেসুত ওজিলের ওপর ক্ষিপ্ত চীনা সরকার। ভুয়া নিউজের কারণে বিভ্রান্ত হয়ে ওজিল ওই পোস্ট করেছেন বলে দাবি করেছে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের। এবার একটি ভিডিও গেম থেকে আর্সেনাল মিডফিল্ডার ওজিলের অংশ মুছে দিয়েছে চীন। ওই ভিডিও গেমটির নাম প্রো ইভলুশন সসার ২০২০।
টুইটারের সেই পোস্টে মুসলিম ফুটবল তারকা ওজিল চীনের সংখ্যালঘু উইঘুরদের যোদ্ধা অভিহিত করে বলেন, তারা নিপীড়নের বিরুদ্ধে লড়ছে। একই বিষয়ে চীন ও মুসলিম বিশ্বের নীরবতা নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন ওজিল। সূত্র: বিবিসি
বিডিপ্রতিদিন/ফারজানা