ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলামে সর্বোচ্চ ১৫.২৫ কোটি রূপিতে বিক্রি হয়েছেন অস্ট্রেলিয়ার তারকা পেসার পেট কামিন্স। অসি এ তারকাকে দলে নিয়েছে আইপিএল দুই আসরের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)।
অস্ট্রেলিয়ান তারকা ক্রিকেটার গ্ল্যান ম্যাক্সওয়েল ১০.৭৫ কোটি রূপিতে দলে নিয়েছে প্রীতি জিনতার দল কিংস ইলেভেন পাঞ্জাব। দক্ষিণ আফ্রিকান তারকা পেসার ক্রিস মরিসকে ১০ কোটি রূপিতে দলে নিয়েছে বিরাট কোহলির নেতৃত্বাধীন রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু।
এছাড়া কিংস ইলেভেন পাঞ্জাব ৮ কোটির ৫০ লাখ রূপিতে দলে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজের তারকা পেসার সেলডন কটরিলকে। অস্ট্রেলিয়ান তারকা পেসার নাথান কোল্টার নিলকে ৮ কোটি রূপিতে দলে নিয়েছে রোহিত শর্মার নেতৃত্বাধীন মুম্বাই ইন্ডিয়ান্স। আর দিল্লি ক্যাপিটালস সাড়ে ৭ কোটি রূপিতে দলে নিয়েছে ক্যারিবীয় ব্যাটিং দানব সিমরন হিতমারকে।
অন্যদিকে, ভারতীয় ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি মূল্য পেয়েছেন পীযূষ চাওলা। এ ক্রিকেটারকে ৬ কোটি ৭৫ লাখ টাকায় দলে নিয়েছে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন চেন্নাই সুপার কিংস।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ