অলরাউন্ডার হিসেবে নিজেকে তুলে ধরতে চান খুলনা টাইগার্সের লেগ-স্পিনার আমিনুল ইসলাম বিপ্লব। বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-২০ ক্রিকেটে চট্টগ্রাম পর্বে আজ বৃহস্পতিবার বিরতি। একদিন বিরতির পর শুক্রবার থেকে আবারও শুরু হবে লড়াই। শুক্রবার রংপুর রেঞ্জার্সের মুখোমুখি হবে খুলনা টাইগার্স। এজন্য আজ বৃহস্পতিবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলনে ঘাম ঝড়ায় খুলনা। অনুশীলন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে আমিনুল নিজের লক্ষ্যের কথা জানান।
বোলার হিসেবে ইতোমধ্যে বাংলাদেশ জাতীয় দলে অভিষেক ঘটেছে আমিনুলের। ৪টি টি-২০তে ৬ উইকেট শিকারও করেছেন তিনি। তবে ব্যাট হাতেও পারদর্শী আমিনুল। লিস্ট ‘এ’ ক্রিকেট আমিনুলের পরিসংখ্যান তেমনই বলছে। ১৯ ইনিংসে ৪টি হাফ-সেঞ্চুরিতে ৩০ গড়ে ৫১৫ রান করেছেন তিনি। তাই এবারের বিপিএলে ব্যাট হাতে নিজেকে নতুন রুপে দেখাতে চান আমিনুল।
তিনি বলেন, ‘আমি অলরাউন্ডার হিসেবে নিজেকে প্রমাণ করতে চাই। যখন সুযোগ হয় বোলিংয়ে তখন ভালো করার চেষ্টা করছি। তবে ব্যাটিংয়ে সেইভাবে সুযোগ হয় নাই। কিন্তু সুযোগের অপেক্ষায় আছি। যদি কখনো সুযোগ হয় তাহলে নিজের সেরাটা দিয়েই খেলার চেষ্টা করব।’
চট্টগ্রামের মাটিতে ব্যাটম্যানরা বেশি আলো ছড়াচ্ছেন। উইকেট থেকে ফায়দা লুটে নিচ্ছেন তারা। সেই প্রমান মিলেছে তিনটি ম্যাচে। দু’ম্যাচে দুইশর কাছাকাছি রান করেছে দলগুলো। আর গতরাতে তো চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও ঢাকা প্লাটুন একত্রে চারশ’র বেশি রান করলো। টি-২০ ক্রিকেটে এমনিতেই লেগ-স্পিনারদের জন্য চ্যালেঞ্জিং। তারমধ্যে চট্টগ্রামের উইকেটে আরও বেশি চ্যালেঞ্জিং বলে মনে করেন আমিনুল, ‘আসলে টি-২০তে প্রত্যেকটা ম্যাচই লেগ-স্পিনারদের জন্য চ্যালেঞ্জিং। আর বিশেষ করে যখন চট্টগ্রামে খেলা হয় তখন একটু বেশিই চ্যালেঞ্জিং। কারণ ব্যাটসম্যানদের পক্ষেই থাকে উইকেট। অনেক কঠিন। গড়ে যদি ২০০ রান হয় তাহলে দেখা যায় গড়ে প্রত্যেক বোলারদের অটোম্যাটিক ৪০ রান করে চলে আসে। আমি চ্যালেঞ্জ হিসেবে নেই। এখানে যদি ভালো করতে পারি তাহলে বোলিং উইকেটে আরও ভালো করতে পারব।’
জাতীয় দলে থাকা অবস্থায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বোলিং কোচ নিউজিল্যান্ডের ড্যানিয়েল ভেট্টোরির কাছ থেকে যা টিপস পেয়েছেন, সেটি এখানেও কাজে লাগানোর চেষ্টা করছেন আমিনুল, ‘আলাদা ভেরিয়েশন কিছু না। আমি স্বাভাবিকভাবে যা করি সেটাই করছি। সাথে ভেট্টোরি যা দেখিয়েছে-শিখিয়েছে, সেগুলো নিয়েই কাজ করেছি। সেগুলোই আপাতত ম্যাচে ব্যবহারের চেষ্টা করছি। বিশেষ করে আর্ম বলটা, লেগ স্পিনের সঙ্গে ভেরিয়েশন হিসেবে আমি অ্যাড করেছি। তারপর টপ স্পিনটা করি।’
বিপিএলে খুলনার হয়ে দু’ম্যাচেই খেলেছেন আমিনুল। ৫৫ রান দিয়ে মাত্র ১ উইকেট নিয়েছেন ২০ বছর বয়সী এই স্পিনার।
বিডি প্রতিদিন/এনায়েত করিম